চট্টগ্রাম, আন্দরকিল্লা, ২৫ এপ্রিল ২০২৫:
চট্টগ্রামের প্রাণকেন্দ্রে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বহুল প্রতীক্ষিত দৈনিক পত্রিকা "দৈনিক আজকের চট্টলা"। চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং জনমানুষের প্রাত্যহিক বাস্তবতা তুলে ধরার দৃঢ় প্রত্যয়ে এ পত্রিকার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় আজ নজির আহমেদ চৌধুরী রোডের সম্পাদকীয় কার্যালয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও লেখক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক জসীম উদ্দিন নিরব এবং নির্বাহী সম্পাদক মোঃ জাহেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে চট্টগ্রামের প্রতিচ্ছবি হয়ে উঠবে ‘দৈনিক আজকের চট্টলা’। এ পত্রিকা হবে চট্টগ্রামের গণমানুষের কণ্ঠস্বর।”
উল্লেখ্য, পত্রিকার সম্পাদকীয় কার্যালয় অবস্থিত: নজির আহমেদ চৌধুরী রোড, চেয়ারম্যান গলি, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
যোগাযোগ: 📞 ০১৮১৭-৭১৩৯৬৯, ০১৮১৮-৯৬০৩৪৭
অনলাইনের পাশাপাশি অচিরেই প্রিন্ট সংস্করণে পাঠকের দোরগোড়ায় পৌঁছে যাবে বলে জানানো হয়।
আজকের চট্টলা, আজকের প্রত্যয়।